বুধবার, জুলাই ৩১, ২০১৯

ডেঙ্গু বন্দনা


শহর জুড়ে এডিস উড়ে ভন ভন,
ডেঙ্গু মোদের আকড়ে ধরছে জনে জন,
মরছি মোরা লাইন ধরে একে একে,
ভাবছি সবাই উপায় কি আর বসে বসে।

তুমি বাবু চালাক মানুষ জানি জানি,
পরিবারের নিরাপত্তা তোমার দারুন ভারী।
তাই তো তুমি পেয়েছ উপায় বেশ বেশ,
পাড়ি দিচ্ছো স্বদেশ ছেড়ে দূর বিদেশ!

আমরা নাহয় মরবো স্বদেশে ভুখা নাঙ্গা,
বাবু তুমি বাঁচবে জানি পেরিয়ে গঙ্গা।
তবু যেদিন হিসেব হবে কড়া-গণ্ডা,
খোদারে তুমি দিও হিসেব পাপী-গুণ্ডা!
  
   
     
      
   
লোকেশন: Bangladesh

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন