মঙ্গলবার, জুলাই ১৬, ২০১৯

GIMP ব্যবহার করে Facebook এর জন্যে 3D ইমেজ তৈরি

Facebook প্রতিনিয়তই নতুন নতুন ফিচার যুক্ত করে এর ব্যবহারকারীদের চমকে দিচ্ছে। তেমনি একটি ফিচার 3D ইমেজ। এখন নিউজ ফিড জুড়ে প্রায়ই 3D ইমেজের দেখা মেলে। মাউসের কার্সর নাড়াচাড়া করলে ইমেজটিও কেমন করে নড়াচড়া করে উঠে।


চাইলেই আমরা আমাদের ছবি গুলোকে Facebook এ 3D ইমেজ হিসেবে আপলোড করতে পারি। আর কিভাবে সেই কাজটি করা যায় সেটিই আজকের আলোচনা।

ফেসবুকে 3D ইমেজ তৈরি করার জন্যে আমাদের ২টি ইমেজ ফাইলের প্রয়োজন। একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ফাইল, আর অন্যটি হচ্ছে অবজেক্ট ইমেজ ফাইল। মূলত এই অবজেক্ট ইমেজ ফাইলটিই আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ফাইলের উপর নড়াচড়া করবে।

কাজটি করার জন্যে আমি মুক্ত ও বিনামূল্যের ইমেজ ইডিটর GIMP ব্যবহার করেছি।
 
 
   
   

3D ইমেজ তৈরির পদ্ধতি


  • ধাপ ১ঃ GIMP চালু করে প্রথমে File মেন্যু থেকে File > Open… সিলেক্ট করুন। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ ফাইলটি সিলেক্ট করে Open বাটন চাপুন।
  • ধাপ ২ঃ অবজেক্ট ইমেজটি লোড করতে File মেন্যু থেকে File > Open as Layers… সিলেক্ট করুন। এখন আপনি যে ইমেজটিকে অবজেক্ট ইমেজ হিসেবে ব্যবহার করবেন সেটি সিলেক্ট করে Open বাটন চাপুন। আপনার অবজেক্ট ইমেজটির ব্যাকগ্রাউন্ডে কোন কিছু থাকা চলবে না। মানে অবজেক্ট ইমেজটিতে কেবল অবজেক্ট ইমেজটাই থাকবে, আর তার ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট ধরণের। উদাহরণ হিসেবে এই ছবিটি দেখুন।
  • ধাপ ৩ঃ আপনার অবজেক্ট ইমেজটি ব্যাকগ্রাউন্ড ইমেজের কোন স্থানে থাকবে তা নির্ধারন করুন। প্রয়োজনে আপনার অবজেক্ট ফাইলটি Resize করে নিন। যাতে অবজেক্ট ইমেজটি 3D ইমেজ তৈরির পর চারপাশ থেকেই দেখা যায়।
  • ধাপ ৪ঃ এরপর নতুন একটি লেয়ার তৈরি করুন। লেয়ারের নাম দিন “image_depth”, আর এটির Fill with হিসেবে ‘Transparency’ সিলেক্ট করুন।
  • ধাপ ৫ঃ কালার প্যালেট হতে Foreground কালার হিসেবে সেট করুন ‘606060‘। এরপর কালারটি ধরে এনে “image_depth” লেয়ারের উপর ছেড়ে দিন।
  • ধাপ ৬ঃ এরপর আপনার অবজেক্ট লেয়ারটি সিলেক্ট করে মাউজের রাইট ক্লিক করুন। এরপর মেন্যু থেকে Alpha to Selection অপশনটি সিলেক্ট করুন। এতে আপনার অবজেক্ট ইমেজটির আকার অনুযায়ী একটি সিলেকশন এরিয়া তৈরি হবে।
  • ধাপ ৭ঃ এখন মেন্যুবার এর Select > Grow… অপশনটি ক্লিক করুন। স্ক্রিনে Grow Selection এর ইনপুট বক্স দেখা যাবে। এখানে Grow selection ভেল্যু হিসেবে ‘3’ সেট করে Ok বাটনে চাপুন। এতে পূর্বের অবজেক্ট সিলেকশন এরিয়া হতে সিলেকশন এরিয়ার পরিধি বৃদ্ধি পাবে।
  • ধাপ ৮ঃ সিলেকশন থাকা অবস্থায় পুনরায় “image_depth” লেয়ারটিতে ক্লিক করুন। এরপর কালার প্যালেট এর Background কালার হিসেবে ‘bbbbbb‘ সেট করুন। এরপর ব্যাকগ্রাউন্ড প্যালেটটি টেনে ধরে “image_depth” এর সিলেক্ট থাকা অংশের উপর ছেড়ে দিন।
  • ধাপ ৯ঃ মেন্যুবার থেকে Select > None অপশনটিতে ক্লিক করুন। এরপর “image_depth” এর ভিজিবিলিটি (চোখের আইকন) বন্ধ করুন।
  • ধাপ ১০ঃ অবজেক্ট ইমেজ লেয়ারটিতে ক্লিক করুন, এর উপর মাউজের রাইট ক্লিক করুন। মেন্যু থেকে Merge Down সিলেক্ট করুন। এতে আপনার অবজেক্ট লেয়ার এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার দুটো একত্রে যুক্ত হয়ে একটি লেয়ারে পরিণত হবে।
  • ধাপ ১১ঃ মেন্যুবার থেকে File > Export As… সিলেক্ট করুন। এরপর ফাইলটির নাম দিন ‘image.png’ । খেয়াল করুন ফাইলটির এক্সটেনশন অবশ্যই png হতে হবে।
  • ধাপ ১২ঃ পুনরায় “image_depth” লেয়ারটির ভিজিবিলিটি চালু (চোখের আইকনে আবার ক্লিক) করুন। তারপর মেন্যুবার থেকে File > Export As… সিলেক্ট করুন। ফাইলটির নাম দিন ‘image_depth.png’। এই ক্ষেত্রেও ফাইলটির এক্সটেনশন অবশ্যই png হতে হবে।





3D হিসেবে উপস্থাপনের জন্যে আমাদের ইমেজ ফাইল তৈরি। এখন একে Facebook এ ব্যবহারের পালা-


  • ফেসবুকে ব্যবহারের জন্যে আপনার ফেসবুকে লগইন করুন। তারপর নতুন পোষ্ট লেখার স্থানে গিয়ে Photo/Video বাটনে ক্লিক করুন।
  • নতুন যে দুটো ফাইল তৈরি করে সেভ করেছিলেন সেই ডাইরেক্টরি/স্থান -তে প্রবেশ করুন। এরপর পর্যায়ক্রমে কী-বোর্ড থেকে Ctrl (কন্ট্রোল) কী চেপে ধরে ‘image.png’ ও ‘image_depth.png’ ফাইল দুটো একত্রে সিলেক্ট করে Ok চাপুন।
  • Facebook এ ইমেজ দুটো আপলোড হলে সয়ংক্রিয় ভাবেই ফেসবুক ইঞ্জিন উক্ত ইমেজ ফাইল দুটো নিয়ে 3D ইমেজ তৈরির কাজ শুরু করবে। এক্ষেত্রে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। কিছু সময়ের মধ্যেই আপনার আপলোড কৃত ইমেজ ফাইলের পরিবর্তে আপনি একটি 3D ইমেজ পেয়ে যাবেন।



এভাবেই আপনি আপনার যে কোন ছবিকে 3D ইমেজ হিসেবে ফেসবুকে প্রকাশ করতে পারবেন। তবে খেয়াল রাখবেন সোর্স ফাইল হিসেবে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং অবজেক্ট ইমেজ ব্যবহার করছেন তাদের ইমেজ রেজ্যুলুশন যাতে প্রায় একই রকম হয়। ভিন্ন ভিন্ন রেজুল্যুশনের ছবি ব্যবহার করলে আউটপুট হিসেবে 3D ইমেজ আপনার মনঃপুত হবে না।
   
     
পুরো প্রক্রিয়াটি এখানে এই ছোট্ট ভিডিওতে দেখানো হয়েছে। বুঝতে সমস্যা হলে এই ভিডিওর সহায়তা নিতে পারেন।


এখানে ব্যবহৃত ইমেজ ফাইল গুলো এই লিংক থেকে সংগ্রহ করতে পারবেন।
  
   
    
     
      
       


লোকেশন: Bangladesh

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন