ফায়ারফক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফায়ারফক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, জুন ২৬, ২০১৯

Firefox-এ দেখুন ঝকঝকে বাংলা


ওয়েবের জগতে যে কয়েকটি ব্রাউজার দাপটের সাথে রাজত্ব করে বেড়াচ্ছে তাদের মধ্যে অন্যতম একটি ব্রাউজার হচ্ছে Firefox । বর্তমানে প্রায় ২৫০ মিলিয়ন লোক ফায়ারফক্স ব্রাউজারটি তাদের প্রধান ব্রাউজার হিসেবে ব্যবহার করছে। নিরাপত্তা, মেমরি-ম্যানেজমেন্ট আর এর দারুণ সব Ad-ons এর কারণে এটি বেশ জানপ্রিয়। তাছাড়া এটি সম্পূর্ণ ওপেন-সোর্স ওয়েব ব্রাউজার হবার কারণে অনেক ওয়েব ডেভেলপারদের পছন্দের শীর্ষে রয়েছে ফায়ারফক্স

চমৎকার সব ফিচারে পরিপূর্ণ হলেও বাংলা ফন্ট দেখানোর কিছু সমস্যা এখনো রয়ে গেছে এই জনপ্রিয় ব্রাউজারটিতে। যদিও বর্তমান অপারেটিং সিস্টেম গুলোতে বাংলা'র জন্যে চমৎকার সব সাপোর্ট তৈরি হয়েছে। তারপরও কিছু কিছু ওয়েব সাইট ব্রাউজ করতে গেলে এখনো বাংলা ফন্ট ভেঙ্গে যায় কিংবা লেখা গুলো অতিরিক্ত ছোট কিংবা বড় দেখায়। আর এই সমস্যা থেকে উত্তরণের জন্যেই আজকের এই লেখাটি।

বাংলায় কোন সাইট দেখার জন্যে প্রাথমিক যে জিনিষটির প্রয়োজন তা হচ্ছে 'বাংলা ফন্ট'। পুরাতন অপারেটিং সিস্টেমগুলোতে বাংলা ফন্টের সাপোর্ট খুবই নিন্মপর্যায়ে রয়েছে। তবে আশার ব্যাপার হচ্ছে আধুনিক অপারেটিং সিস্টেম গুলোতে দারুণ সব বাংলা ফন্ট দেয়া আছে। তারপরও ঝকঝকে আর পরিস্কার ফন্ট হিসেবে যে সব বাংলা ফন্ট রয়েছে তাদের মধ্যে 'কালপুরুষ' কিংবা 'সোলাইমান লিপি' ফন্ট দুটো উল্লেখযোগ্য।

আপনার অপারেটিং সিস্টেমটি যদি Windows XP হয়ে থাকে তাহলে সিস্টেমে বাংলা সাপোর্ট এর জন্যে প্রথমে আপনি iComplex ইন্সটল করে নিন। Windows 7, 8 কিংবা 10 এর জন্যে iComplex ইন্সটল করার প্রয়োজন নেই।

বাংলা লেখবার জন্যে জনপ্রিয় বাংলা সফটওয়্যার অভ্র ইন্সটল করে নিতে পারেন। অভ্র ইন্সটল করার সাথে সাথে আপনার সিস্টেমে কয়েকটি বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল হয়ে যাবে। তারপরও 'কালপুরুষ' কিংবা 'সোলাইমান লিপি' ফন্ট দুটো আলাদা করে ডাওনলোড করে আপনার সিস্টেমে ইন্সটল করে নিন।

ফন্ট ইন্সটল করতে উক্ত ফন্ট দুটো windows অপারেটিং সিস্টেমে " C:\Windows\Fonts\ " ফোল্ডারে কপি-পেস্ট করুন। Linux মেশিনে " ~/.local/share/fonts " ফোল্ডারে কপি-পেস্ট করুন।


পদ্ধতি -১ (সহজ পদ্ধতি)

ধাপ-১: Firefox ব্রাউজারটি চালু করুন। এরপর Menu থেকে Preference এ ক্লিক করুন।

ধাপ-২: Preference লোড হলে এর General ট্যাব থেকে Language and Appearance এ আসুন। এখানে 'Fonts and Colors' এর পাশে থাকা 'Advanced...' বাটনে ক্লিক করুন। 

ধাপ-৩: Fonts সেটিং বক্স আসলে এখানে -
- Fonts for এর লিস্ট থেকে 'Bengali'  সিলেক্ট করুন।
- Serif ফন্ট এর ড্রপডাওন লিস্ট হতে 'Kalpurush' সিলেক্ট করুন।
- Sans-serif ফন্ট এর ড্রপডাউন লিস্ট হতে 'Kalpurush' সিলেক্ট করুন।
- Monospace ফন্ট এর ড্রপডাওন লিস্ট হতে 'Kalpurush' সিলেক্ট করুন।

পরিবর্তনের পর Font সেটিং-টি দেখতে এমন হবে।

এখন নিচে থাকা OK বাটনে ক্লিক করুন। এরপর আপনি আপনার ফায়াফক্স ব্রাউজারটি বন্ধ করে পুনরায় চালু করুন।

পুরো প্রকৃয়াটি এখানে দেখুন-



পদ্ধতি -২ (ঝামেলাপূর্ণ পদ্ধতি)

ধাপ-১: Firefox ব্রাউজারটি চালু করুন। এরপর ব্রাউজারের এড্রেসবারে about:config লিখে এন্টার চাপুন।

ধাপ-২: পর্দায় একটি সতর্কতাসূচক বিজ্ঞপ্তি ভেসে উঠবে। এখন এখান থেকে 'I accept the risk!' লেখা বাটনটিতে ক্লিক করুন।

ধাপ-৩: নতুন একটি পেইজ লোড হবে। এখানে অসংখ্য ফিচারের লিস্ট আর তাদের অবস্থা দেখতে পাবেন। ফিচার লিস্টের উপরের দিকেই Search bar রয়েছে। সেই Search bar এর বক্সে লিখুন 'beng'

ধাপ-৪: সার্চ বারে beng লেখার সাথে সাথেই নিচের লিস্টে বাংলা ফন্টের ফিচার কনফিগ চলে আসবে। এখন এই ভেল্যু গুলোর পরিবর্তন করতে হবে।

যেমন আমি font.default.x-beng এ ডাবল ক্লিক করলাম। নতুন যে ইনপুট বক্স এসেছে তাতে  Kalpurush লিখে Ok বাটনে ক্লিক করলাম।

এমন করে আরও কিছু ভেল্যু পরিবর্তন করতে হবে। নিচে ঐসব প্রিফারেন্সের নাম দেয়া হলো-
font.default.x-beng
font.name-list.monospace.x-beng
font.name-list.sans-serif.x-beng
font.name-list.serif.x-beng
font.name.cursive.x-beng
font.name.monospace.x-beng
font.name.sans-serif.x-beng
font.name.serif.x-beng
     

পরিবর্তনের পর দেখতে কিছুটা এমন হবে।

এরপর আপনি আপনার ফায়াফক্স ব্রাউজারটি বন্ধ করে পুনরায় চালু করুন।

পুরো প্রকৃয়াটি এখানে দেখুন-


এখন যে কোন বাংলা সাইট ব্রাউজ করে দেখুন পরিস্কার ঝকঝকে বাংলা লেখা!