বুধবার, জুলাই ৩০, ২০১৪

হিজিবিজি ভাবনাঃ সেঁকল বন্দী



আমরা স্বাধীন দেশের নাগরিক। কিন্তু এখনো মন থেকে স্বাধীনতা অর্জন করতে পারি নাই।

জন্মটাই শুধু আমাদের স্বাধীন ভাবে হয়। আর জন্মানোর সাথে সাথেই আমাদের এক পায়ে ধর্মের সেঁকল আর অন্য পায়ে তথাকথিতপ্রগতিশীলতার সেঁকল পড়িয়ে দেয়া হয়।

তারপর এই দুই পায়ের সেঁকলের দুইদিক থেকে যে যেদিকে বেশি টানতে পারে আমরা ঐ দিকেই এগুতে থাকি। নিজের পছন্দ কিংবা ইচ্ছেতে আপন পথ বাছাই করার কোন সুযোগই প্রকৃতপক্ষে আমাদের দেয়া হয় না।



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন