এরপর ইচ্ছেরা এসে বলল, মুক্তি চাই! মুক্তি চাই!! মুক্তি চাই!!!
আমি অবাক হয়ে জানতে চাইলাম-
কিসের মুক্তি?
কোন বিষয় থেকে মুক্তি?
আর কার থেকে বা মুক্তি প্রয়োজন তোমাদের?
উত্তরে ইচ্ছেরা বলল-
তোমার আকাশ পাতাল চিন্তা আর ভাবনা গুলিকে আমাদের উপর আর ইচ্ছে রূপে চড়িও না। ঐসব চিন্তা-ভাবনার ভর আমরা আর সইতে পারছি না। তোমার ঐসব চিন্তাকে যখন আমরা তোমার জন্যে পূর্ণতা পাবার আশা হিসেবে তৈরি করতে যাই তখন বুঝতে পারি, ওটা অসম্ভব। তাই তোমার ঐ সব চিন্তা আর ভাবনা গুলি থাকে আমাদের মুক্তি দাও।
মুক্তি চাই তোমার আকাঙ্ক্ষা গুলি থেকে। যেই আকাঙ্ক্ষা গুলি তুমি তোমার ইচ্ছের নামে মনে মনে পেলে পুষে বড় করছ। এরপর কোন আকাঙ্ক্ষা পূর্ণতা না পেয়ে হৃদয় চূর্ণ হলে সেই ইচ্ছেদেরই গালি দাও তোমার ঐ মন থেকে। এবার তোমার ঐসব আকাঙ্ক্ষা গুলি থেকেও আমাদের মুক্তি দাও। তোমার মন থেকে দেয়া অভিশাপ গুলি আমাদের আর সহ্য হচ্ছে না।
মুক্তি চাই তোমার থেকে। তুমি স্বপ্ন-বাজ, তোমার স্বপ্নের পরিসীমা তোমার অতীত, তোমার বর্তমান আর তোমার ভবিষ্যৎ থেকেও বিশালাকারের। তুমি জীবনভর এই সব ছোট ছোট ইচ্ছের নুড়ি জমা করে তাতে দাড়িয়েও সেইসব বিশালতার ছোঁয়া পাবে না। পাবে না মিল কোন প্রাপ্তিতে। এইবার আমাদেরকে তোমার থেকেই মুক্তি দাও।
এরপর…..?
এরপর হয়তো তুমি ঠিকই স্বপ্ন বুনবে, কিন্তু সেটাকে পূর্ণতায় না পেলে তোমার অপূর্ণ ইচ্ছের নামে অন্তত তিরস্কার করবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন