মানুষ ভিন্ন, অবস্থান ভিন্ন আর অবস্থানের প্রেক্ষিতে তার আকাঙ্ক্ষায়ও থাকে ভিন্নতা। আর এই ভিন্নতার কারণেই তার দৃষ্টিভঙ্গিরও পার্থক্য দেখা যায়। কেউ কেউ ছেড়া কাঁথা নিয়ে ঘুমোতে পেরেও সুখী, আবারমনে মনে ভালো একটা কাঁথারও আকাঙ্ক্ষা থাকে। অন্যদিকে মোটা কম্বল গায়ে চড়িয়েও কেউ কেউ ছটফট করতে করতে নির্ঘুম কাটায়। আর এইসবই আমাদের বাস্তবতা, আমাদেরকেই ঘিরে।
তবুও প্রার্থনা, সুখে থাকুক সবাই। জীবনের গল্প যেমনই হোক না কেন, শান্তির পরশ যেন সবার অন্তর ছুঁয়ে যায়....
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন