শনিবার, অক্টোবর ০৫, ২০১৩

নিজেকে বুঝতে না পারা সময়ের কথা...

মাঝে মাঝে কিছু সময় আসে যখন কোন আবেগ থাকে না, থাকে না নিজের কিছু বলার। আর মনটা থাকে তখন একেবারেই ফাঁকা। সময়টা আনন্দের নাকি বিষাদের সেটাও বুঝে উঠা যায় না। বোঝা যায় না কি করতে হবে কিংবা কি করা উচিৎ।

নিজেকে অনেক অচেনা লাগে সেই সময়টাতে। অবাক হয়ে ভাবতে হয়- "এমন কেন আমি?"

দুরন্তপনা গুলি মন থেকে গায়েব হয়ে যায়। ঠাট্টা গুলি তখন আর মনকে আনন্দ দেয় না। কষ্টগুলি দিতে পারে না মানুষিক যন্ত্রণা। জড় বস্তুতে পরিণত হয়ে যায় মানুষ সেই সময়টাতে।


আমি এখন একটা জড় বস্তু। নিজের আবেগ গুলিকে বুঝতে পারছি না। তারা নিজেদের মত হাত পা গুটিয়ে বসে আছে। আর আমি তাদের পুনরায় জেগে উঠার অপেক্ষায় আছি...





0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন