শনিবার, আগস্ট ২৯, ২০১৫

বদি এণ্ড রঞ্জুর কথোপকথন — ১



বদি ভাইঃ বলত রঞ্জু, ছোট ছোট ছেলে-মেয়ে গুলির সাথে সবচেয়ে বড় অন্যায় অবিচার করছে কারা?

রঞ্জুঃ কারা বদি ভাই?

বদি ভাইঃ বিজ্ঞানী আর আবিষ্কারকেরা..

রঞ্জুঃ কি বলেন বদি ভাই! কিভাবে??

বদি ভাইঃ নাহ্‌ রঞ্জু, তুমি সাধারণ কথাটাও বুঝো না। তোমারে নিয়া বড়ই শঙ্কা হয়, বুঝলা।

রঞ্জুঃ বলেন না বদি ভাই, কিভাবে বিজ্ঞানী আর আবিষ্কারকেরা এই ছেলে-মেয়েদের উপর অন্যায় করল।

বদি ভাইঃ ছোট বেলা থেকে এখন পর্যন্ত কিন্তু তুমিও তাদের অবিচারের স্বীকার।
প্রথমেই তারা কিছু একটা আবিষ্কার করবে। তারপর তাদের সেই আবিষ্কার দিয়ে সবাইকে তাক লাগাবে। কিন্তু প্রেশারটা পড়বে সেই ছোট ছোট বাচ্চাদের উপরই।

রঞ্জুঃ বুঝলাম না বদি ভাই। বুঝিয়ে বলেন না একটু।

বদি ভাইঃ এই হইল এক সমস্যা। পুরো ঘটনা বিস্তারিত না বললে তোমরা কিছু বুঝতে পারো না। আচ্ছা, ঠিক আছে বলছি, ভালো করে খেয়াল দিয়ে শুনবা।
ধর কাল তুমি একটা কিছু আবিষ্কার করলা। দুনিয়া জুড়ে তোমার নাম-ডাক হল। তারপর? তারপর তোমার সেই আবিষ্কার নিয়ে দীর্ঘ কয়েক অধ্যায় রচনা করা হবে। তারপর সেটাকে গিলতে বাধ্য করা হবে এই ছোট ছোট বাচ্চাদের।

রঞ্জুঃ ও আচ্ছা! এই ব্যাপার।

বদি ভাইঃ না। শুধুই এই ব্যাপার না।

রঞ্জুঃ তাহলে!

বদি ভাইঃ শুধু যে তোমার আবিষ্কার নিয়েই পড়িয়েই ক্ষ্যান্ত দিবে তা কিন্তু না।
এরপর উঠে পড়ে লাগবে এই আবিষ্কার নিয়ে একগাদা সমস্যা সমাধান করানোর জন্যে। এর সাথে শুরু করবে তুমি এই আবিষ্কারের আগে কেমন ছিলা, কিভাবে এই আবিষ্কার করার চিন্তা তোমার মাথায় আসল। কোন জায়গায় বসে বসে তুমি এই আবিষ্কারের থিম রচনা করেছিলে। এই যে আমি তোমার সাথে এই প্যাঁচাল দিচ্ছি এই প্যাঁচালও তাদের খুব গুরুত্ব সহকারে শিখাতে বাধ্য করা হবে।
তারপর তোমার সম্বন্ধে শেষ হলেই শুরু করবে তোমার আব্বা-আম্মা আর তাদের আত্মীয়দের নিয়ে ইতিহাসের চ্যাপটার।
এই গুলি তো গেলোই, সাথে আরও যুক্ত হবে কিভাবে তোমার এই আবিষ্কারকে আরও বিস্তৃত ভাবে ব্যবহার উপযোগী করা যায় তার উপর পরীক্ষা নিরীক্ষা।
এত কিছুর পরেও কি মনে হয় না রঞ্জু তোমার এই আবিষ্কারই বাচ্চাগুলির ভবিষ্যৎ নষ্টের একটা বড় কারণ?

রঞ্জুঃ কিন্তু বদি ভাই, আমি তো এখনো কিছু আবিষ্কার করি নাই।

বদি ভাইঃ ভালো করছ। ভবিষ্যতে করার চেষ্টাও করো না। আইডিয়া আসলে আমার মত চুপচাপ চিন্তা করে তারপর সেইটা ভুলে যাবা। বাচ্চাদের মেধার চাপ মুক্ত রাখার সর্বোচ্চ সচেষ্ট থাকবা।

রঞ্জুঃ উক্কে বদি ভাই।








0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন