বুধবার, জুলাই ০৮, ২০১৫

অন্ধকারের আলোয় ডেকে যাওয়া কাক



শহর জুড়ে অন্ধকারের আলো বিস্তৃত, 
তুমি কি দেখো?
একা কাক ডেকে যায় বিরামহীন,
তুমি কি শোন?

এখানে এক আকাশ জুড়ে কৃত্রিম আলোয় আলোকিত মহল,
এখানে ছুটে বেড়ায় মৃত যত লোভী মানুষের দল,
এখানে বিরামহীন চাহিদার নেই কোন ক্লান্তি,
এখানে আত্মারা পায় না কখনো যে শান্তি...

তবুও ছুটে চলা,
তবুও লাইনের পর লাইন ধরে 
নিয়ম মেনে এগিয়ে চলা..
তবুও উপেক্ষা করা,
তবুও স্বপ্নের হাতছানি 
দেখেও না দেখার ভান করা...

এখানে কারও হয় না সময়,
এক পলক এই অন্ধকারের আলো দেখায়।
এখানে কারও আসে না বিরক্তি,
বিরামহীন কর্কশ কাকের ডান শোনায়।






0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন